বিয়ে করলে নাগরিকত্ব হারাবে ইসরায়েলবাসী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০৭:৩২ পিএম

বিয়ে করলে নাগরিকত্ব হারাবে ইসরায়েলবাসী

ইসরায়েলের যেসব নাগরিক ফিলিস্তিনের গাজায় বিয়ে করেছেন তাদের নাগরিকত্ব বাতিল করবে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্টে এ সংক্রান্ত আইন পাস হয়েছে।

সংবাদবাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নাগরিকত্ব আইন পাসের পর অনেক ফিলিস্তিনি পরিবারকে দেশত্যাগ করতে বা আলাদা থাকতে বাধ্য করেছে ইসরায়েল।

নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেয়ে আইনটি পাস হয় পার্লামেন্টে।

স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেট শেকড বলেছেন, “বিরোধীদের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিতে পারে।”

নাগরিকত্ব আইন অনুসারে, ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি স্ত্রীরা দুই বছরের বসবাসের অনুমতি পেতে পারে। যদিও নিরাপত্তার কারণে যেকোন সময় তাদেরকে দেশ থেকে প্রত্যাহার করতে পারে ইসরায়েল।

আইনের সমর্থকরা বলছেন, এই আইন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার ‘ইহুদি চরিত্র’ বজায় রাখতে সহায়তা করবে।

২০০৩ সালে দ্বিতীয় ইন্তিফাদা বা বিদ্রোহের সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের অভ্যন্তরে অসংখ্য অভিযান চালায়। তখন নাগরিকত্ব এবং ইসরায়েলে প্রবেশ আইন একটি অস্থায়ী ব্যবস্থা হিসাবে প্রণীত হয়েছিল। আইনের সমর্থকরা বলেছেন, অধিকৃত পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনিরা হামাসের সমর্থক। তাদের প্রবেশাধিকারের বিরুদ্ধে এই আইন।

Link copied!