ভারতে মাধ্যমিক পরীক্ষা বাতিল, স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৭:০৩ পিএম

ভারতে মাধ্যমিক পরীক্ষা বাতিল, স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা

সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের মধ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে দেশটির সরকার। একইসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এ বছরের পরীক্ষা বাতিলের এ সিদ্ধান্ত নেয়। বুধবার (১৪ এপ্রিল) দেশটির শিক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী-সহ সংশ্লিষ্ট মন্ত্রণলায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্থগিত হলেও কবে তা নেওয়া হবে সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

পরবর্তীতের ১ জুনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চ মাধ্যমিক শ্রেণির পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত তারিখ আগামী ১ জুনের পরে ঘোষণা করা হবে। আর পরীক্ষার্থীদের অন্তত ১৫ দিন সময় দিয়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, দেশের করোনা মহামারির বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, অভ্যন্তরীণ পর্যালোচনার ভিত্তিতে মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের প্রোমোশন দেওয়া হবে। এই পর্যালোচনায় সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক বলে পরীক্ষার জন্য বসতে পারবে।

আগামী ৪ মে থেকে সিবিএসই বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। বোর্ডের দেয়া সূচি অনুযায়ী মাধ্যমিক শ্রেণির পরীক্ষা নির্ধারিত ছিল ৭ জুন পর্যন্ত। সেই পরীক্ষা ‘অফলাইনে লিখিত ভাবে’ নেওয়া হবে বলে জানিয়েছিলো কেন্দ্রী শিক্ষাবোর্ড।

কিন্তু পরীক্ষার সূচি প্রকাশের পর দেশে দ্বিতীয় ধাপে কোভিডের সংক্রমণ ফের বাড়তে থাকে। ফলে বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ নতুন করে বন্ধ করে দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেস নেতা রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী কেন্দ্রকে অনুরোধ করেছিলেন পরীক্ষা বাতিলের জন্য। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও একই আবেদন করেন বুধবার। সেই বিষয়টি নিয়েই সিদ্ধান্তের জন্য বৈঠক করেন মোদী। তার পরই নেওয়া হল পরীক্ষা সংক্রান্ত এই সিদ্ধান্ত।

Link copied!