হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৮:৩৯ পিএম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার

দূর-পাল্লার ও ক্রুজ-ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যেই শনিবার স্থল ও সাগরে এই উৎক্ষেপণ করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এদিকে কৌশলগত পারমাণবিক মহড়ার পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্ষিক এই সামরিক মহড়ায় কিনজাল ও সিরকান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এমন এক সময় এই মহড়া হচ্ছে, যখন ইউক্রেনে রুশ হামলার শঙ্কা নিয়ে পশ্চিমা নেতারা মিউনিকে জমায়েত হয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিয়মিত প্রশিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই মহড়া। পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মহড়ার তত্ত্বাবধায়ন করছেন পুতিন।

বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার শক্তি প্রদর্শন করতে মহড়ার আয়োজন করা হয়েছে। পরমাণু শক্তির মহড়ার অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া যে, কিয়েভের প্রতি তাদের অবস্থান কঠোর। কৌশলগত উত্তেজনার মতবাদ এখানে কাজ করছে।

এদিকে বার্ষিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে শনিবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গসহ পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

দেশের ভেতরে সংকট চরম রূপ নিলেও বৈঠকে তার যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার দরজার সামনেই ন্যাটোর পায়ের ছাপ পড়ার হুঁশিয়ারি দিতে পারেন কমলা হ্যারিস।

Link copied!