মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে ১৭ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২৩, ০৮:৪৩ পিএম

মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে ১৭ শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

ভারতের মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সাথে যুক্ত করতে বহুদিন ধরে কাজ চলছে। সেখানে নির্মাণাধীন রেল সেতু ভেঙে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে মিজোরামের সাইরাঙ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়।

রেল সেতুর নির্মাণকাজে নিযুক্ত ছিলেন অন্তত ৪০ জন শ্রমিক। ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়ে রয়েছেন। 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। সেখানে পৌঁছান রেলের কর্তারাও।

সমতলের সাথে পাহাড়ি এলাকার দূরত্ব কমাতে সেতুটির মাধ্যমে দুটি পাহাড়কে সংযুক্ত করা হয়েছিল। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। 

উত্তরপূর্ব ভারতে রেললাইন সম্প্রসারণে কাজ করছিল বর্তমান কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সাথে এই রেল সেতু তৈরি করা হচ্ছিল।

এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল সাইরাঙের এই সেতুটি। কয়েক বছর ধরেই এর কাজ চলছিল। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

বৈরাবি ও সাইরাঙ রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল। আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাঙ রেলওয়ে স্টেশনটি মিজোরামের রাজধানী পৌঁছানোর আগে শেষ রেল স্টেশন। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে আইজল।

Link copied!