আগস্ট ৭, ২০২৩, ১১:০১ এএম
তিউনিসিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দেশটির ল্যাম্পেডুসা দ্বীপে দুটি নৌকা ডুবে যাওয়ার দুর্ঘটনায় অন্তত ৩০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নৌকাডুবিতে বেঁচে যাওয়াদের বরাত দিয়ে স্থানীয় সময় গতকাল রবিবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্স থেকে ইতালির উদ্দেশে ছেড়ে আসে নৌকা দুটি ল্যাম্পেডুসা দ্বীপে ডুবে যায়।
আইওএমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার বৈরি আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকার মধ্যে একটি থেকেই নিখোঁজ হয়েছেন ২৮ অভিবাসনপ্রত্যাশী। অপর নৌকাটি থেকে এখনও খোঁজ মেলেনি দুইজনের।
আইওএমের তথ্য কর্মকর্তা ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, ‘বেঁচে যাওয়া লোকদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।’ নৌকাডুবির ঘটনায় সিসিলি আগ্রিজেন্টো শহরের পুলিশ তদন্ত শুরু করেছে।
ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমাতে ভূমধ্যসাগর রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। জীবনের মৃত্যুঝুঁকি রয়েছে জেনেও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা ভাগ্য বদলাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়া জন্য এই ভূমধ্যসাগর রুট ব্যবহার করেন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)সবশেষ তথ্য অনুযায়ি চলতি বছর এই ঝুঁকিপূর্ণ রুটটিতে ইতালি যাওয়ার পথে এক হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মৃত্যুবরণ করেন। গত বছর মৃত্যু হয় ৯ শতাধিক অভিবাসনপ্রত্যাশীর।