‘যুদ্ধে ইউক্রেনের তিন থেকে সাড়ে তিন লাখ সেনা নিহত’

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ১০:১৭ এএম

‘যুদ্ধে ইউক্রেনের তিন থেকে সাড়ে তিন লাখ সেনা নিহত’

সংগৃহীত ছবি

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের তিন থেকে সাড়ে তিন লাখ সেনা নিহত হয়েছেন।  মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার(৪ আগস্ট) জেরেমি রায়ান স্লেট নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন এই কর্মকর্তা এ তথ্য দেন।

                               কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর। সংগৃহীত ছবি

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর বলেন, পশ্চিমা থেকে সামরিক সহায়তা পাওয়ার পর কিয়েভ সরকার একটি পালটা আক্রমণ শুরু করেছে, ‘যা জুন ও জুলাই মাস পর্যন্ত অব্যাহত ছিল’। 

ইউক্রেনীয় বাহিনী সত্যিই ভয়াবহ অবস্থায় আছে উল্লেখ করে ডগলাস ম্যাকগ্রেগর আরও বলেন, চলতি আগস্টে এসে  ইউক্রেনের এই যুদ্ধ সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। এই হামলাগুলো ইউক্রেনকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “ যুদ্ধে ইউক্রেনের তিন থেকে সাড়ে তিন লাখ সেনা নিহত হওয়ার পাশাপাশি আমরা মনে করি যে হয়তো আরও কয়েক লাখ সেনা আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৪ জুন থেকে  ইউক্রেনের সেনাবাহিনী ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ১১ জুলাই দেওয়া প্রতিবেদনে বলা হয়,  কিয়েভ তার পালটা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষতি ২৬ হাজার ছাড়িয়ে গেছে। তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইনে এসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

Link copied!