১০০ কর্মীর চাকরি খেয়ে দিচ্ছে সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ০৩:৩২ পিএম

১০০ কর্মীর চাকরি খেয়ে দিচ্ছে সিএনএন

সিএনএন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রায় ১০০ কর্মী চাকরি চলে যাচ্ছে। এমনই বার্তা দিয়েছেন সংবাদমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন। প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ নথি সূত্রে এই তথ্য জানিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, টিভি সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিতের পরিকল্পনা করছে সিএনএন। ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ বাড়াতেই এই পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সিএনএনের সিইও বলেন, “আগামীতে বিলিয়ন ডলারের ডিজিটাল বিনিয়োগ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।”

মার্ক থম্পসন এর আগে নিউ ইয়র্ক টাইমস ও বিবিসিতে এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন। গত বছরের অক্টোবরে সিএনএনের সিইও হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর থেকে নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিমলাইনিংয়ের চেষ্টা করছেন ও টিভি দর্শক কমে যাওয়া মোকাবিলায় বেশি ভিডিও কনটেন্ট তৈরির চেষ্টা করছেন।

কেন চাকরি হারাচ্ছেন মার্কিন সংবাদমাধ্যমকর্মীরা?
সিএনএনের এই ঘোষণার আগে গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম ‘ভক্স মিডিয়া’ সামগ্রিকভাবে ৭ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ভক্স মিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জিম ব্যাঙ্কফ ‘টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি’র শিকার হওয়াকেই দায়ী করেছেন।

ভক্স মিডিয়ায় ১ হাজার ৯০০ কর্মী কর্মরত রয়েছেন। এর মধ্যে এই দফায় অন্তত ১৩০ জনের চাকরি চলে যাচ্ছে। এ ছাড়া এনবিসি, এমএসএনবিসি, বাজফেডে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বেশ কয়েক বছর ধরেই মার্কিন সংবাদমাধ্যমে চাকরিচ্যুতির হার ক্রমশ বাড়ছে। ‘পিইডব্লিউ রিসার্চ সেন্টারে’র ২০২১’র সমীক্ষায় দেখা যায়, ২০০৮-২০২০ সালের মধ্যে মার্কিন সংবাদমাধ্যমে ১ লাখ ১৪ হাজার থেকে কমে মোট কর্মীর সংখ্যা ৮৫ হাজারে নেমে আসে।

এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিক্ষেত্রেও ছাঁটাই ব্যাপক আকার নিয়েছে। ‘গুগল’, ‘মাইক্রোসফটে’র মতো বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি হারান কয়েক হাজার কর্মী। এই প্রক্রিয়া এখনও চলছে।

সূত্র: এপি, সিএনএন

Link copied!