ভারতীয় ঘাঁটির গুরত্বপূর্ণ ছবি পাকিস্তানীদের কাছে, আটক ২

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৫, ০৩:৪০ পিএম

ভারতীয় ঘাঁটির গুরত্বপূর্ণ ছবি পাকিস্তানীদের কাছে, আটক ২

‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

ভারতের পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে, তখন পাঞ্জাবের অমৃতসর থেকে সেনাবাহিনীর ঘাঁটি ও বিমানঘাঁটির সংবেদনশীল ছবি ও তথ্য ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

আটককৃতদের নাম পলক শের মাসীহ ও সুরজ মাসীহ। অমৃতসর রুরাল পুলিশ এক গুরুত্বপূর্ণ গুপ্তচর বিরোধী অভিযানে এই দুই জনকে গ্রেপ্তার করে। 

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব ‘এক্স’-এ এক পোস্টে জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতদের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল। এই যোগাযোগ তৈরি হয়েছিল হারপ্রীত সিং ওরফে পিট্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে, যিনি বর্তমানে অমৃতসর কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছেন।”

গ্রেপ্তারির পর ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ডিজিপি জানান, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।

তিনি আরও বলেন, “পাঞ্জাব পুলিশ ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা আপসহীন। সশস্ত্র বাহিনীর নিরাপত্তা ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ও তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।”

গত সপ্তাহে গ্রেনেড হামলার ছক ধরলো পুলিশ

এর আগে, গত সপ্তাহে অমৃতসর কমিশনারেট পুলিশ পাকিস্তানের আইএসআই-সমর্থিত ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (BKI) সন্ত্রাসী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে সম্ভাব্য গ্রেনেড হামলার পরিকল্পনা ভেস্তে দেয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন — নরেশ কুমার ওরফে বাব্বু, অভিনব ভগত ওরফে অভি, অজয় কুমার ওরফে আজ্জু, সানি কুমার — এরা সবাই অমৃতসরের হরিপুরার বাসিন্দা, এবং একজন ১৭ বছরের কিশোর।

পুলিশ তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড ও দেশি তৈরি .৩২ ক্যালিবার পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

ডিজিপি যাদব জানান, বিদেশ থেকে পরিচালিত গ্যাংস্টার জিওয়ান ফৌজি এই সন্ত্রাসী মডিউলটি পরিচালনা করছে। ধৃতদের তিনি অস্ত্র সংগ্রহ, মোটরসাইকেল সরবরাহ এবং পুলিশ টার্গেট করতে নির্দেশ দিয়েছিলেন।

তদন্তে উঠে এসেছে যে, তারা অজনালা সেক্টর থেকে অস্ত্রের চালান সংগ্রহ করে হামলার ছক কষছিল।

Link copied!