এক বছর পর খুলছে ঢাবির সুইমিং পুল: লাইফগার্ড হবেন শিক্ষার্থীরা

সালমান শাওন, ঢাবি প্রতিনিধি

মে ১, ২০২৫, ০৬:৩৭ পিএম

এক বছর পর খুলছে ঢাবির সুইমিং পুল: লাইফগার্ড হবেন শিক্ষার্থীরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সুইমিংপুলে ঢাবি ছাত্রের মৃত্যুর এক বছর পর আবারও খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর পর থেকে বন্ধ ছিল এই সুইমিংপুল। পুনরায় সংস্কার কার্য শেষ করে এটি চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার, ০১ মে এসব তথ্য দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।

এ সময় তিনি নিয়ম শৃঙ্খলা মেনে এটি ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।

এস এম জাকারিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “শীতকাল ছিল বলে এতদিন এটি খোলা হয়নি। আমরা আশা করছি এ মাসের ৫-৭ তারিখ (সম্ভাব্য) এরমধ্যেই সুইমিংপুলটি আবার খুলে দিতে পারব। সুইমিং পুলের ৯৫ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অর্থাৎ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই এটি ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয় বহির্ভূত কাউকে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।”

সুইমিং পুলের সুরক্ষাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পার্ট-টাইম জব হিসেবে লাইফ গার্ডের চাকরি করতে পারবে। আমরা খুব দ্রুত এটার সার্কুলার দিয়ে দেবো। সেই সঙ্গে আমাদের লোকবল বেশি থাকবে এবং দুর্ঘটনা প্রতিরোধে ব্যারিকেড ব্যবহার করা হবে।”

দুর্ঘটনাগুলো ডিসিপ্লিনের অভাবেই হয়েছে বলে তিনি মনে করেন এবং সবাইকে তিনি নিয়ম মেনে সুইমিংপুলটি ব্যবহার করার জন্য আহ্বান জানান।

Link copied!