মিছিলে অংশ নেওয়া দুজনসহ আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৫, ০৬:২৯ পিএম

মিছিলে অংশ নেওয়া দুজনসহ আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মিছিলে অংশ নেওয়া দুজনসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার, ২৫ এপ্রিল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ, ঢাকার রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ পারভিন ওরফে শিমু, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন ওরফে সাগর, মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবেদ আলী শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। রাত নয়টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক দল।

মধ্যরাতে বনানী এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের একটি দল। জাকির সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক দল। তিনি গত ১৮ এপ্রিল রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

Link copied!