জনগণের বিপক্ষে যায়, এমন কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৫, ০৫:৩১ পিএম

জনগণের বিপক্ষে যায়, এমন কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কোনো চুক্তি করবেন না, যা দেশের জনগণের বিপক্ষে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের অস্তিত্ব নির্ভর করছে দেশের গণতন্ত্রের ওপর।

বৃহস্পতিবার, ০১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে দেওয়া বক্তব্য এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের অস্তিত্ব নির্ভর করছে দেশের গণতন্ত্রের ওপর, রাজনৈতিক দলগুলো পাশ কাটিয়ে কোন চুক্তি করবেন না, যা দেশের জনগণের বিপক্ষে যায়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র ফিরে পাইনি। অবিলম্বে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’  

মির্জা ফখরুল বলেন, ‘দেশে সরকারের পরিবর্তন হলেও এখনও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারেনি, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই এখন বিএনপির লক্ষ্য।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর অনেক দেশ আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে। দেশের ক্ষতি হবে এমন করিডোর চাই না।’

রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। এরপর শুরু হয় সমাবেশ।

এর আগে সকালে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু করে বিএনপি নেতা-কমীরা। যোগ দেন ঢাকাসহ আশপাশের জেলার নেতারাও। সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।

মে দিবসের এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেন। শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষ অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের।

Link copied!