এপ্রিল ২৬, ২০২৫, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করার পাশাপাশি পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়েছে।
ভারতের পানিসম্পদমন্ত্রী সিআর পাতিল এক্স -এ দেওয়া এক পোস্টে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানে যেন এক ফোঁটাও পানি না যায়, সে লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তনের কাজ শুরু হবে।”
এর আগে গত মঙ্গলবার, ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে।
যদিও ভারতের হাতে এখনও পানির প্রবাহ বন্ধের মতো পূর্ণাঙ্গ অবকাঠামো নেই, তবুও মন্ত্রী জানিয়ে দিয়েছেন, পানি আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে ভারতের এমন ঘোষণার জবাবে পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইসলামাবাদ হুঁশিয়ার করে বলেছে, “সিন্ধু নদ থেকে পানির প্রবাহ বন্ধের চেষ্টা হলে, সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ধরা হবে এবং তার জবাব দেওয়া হবে।”
সিন্ধু নদ পানি চুক্তি ১৯৬০ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত হয়, যা বিশ্বে অন্যতম দীর্ঘস্থায়ী পানি বণ্টন চুক্তি হিসেবে পরিচিত।
বর্তমান এই উত্তেজনা দক্ষিণ এশিয়ায় নতুন করে পানিসম্পদ নিয়ে সংঘাতের শঙ্কা তৈরি করেছে।