রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় শুক্রবার ঘটে যাওয়া এক প্রাণঘাতী বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন, শনিবার রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় টেলিগ্রাম মাধ্যমে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো এখনও বিস্ফোরণের স্থান থেকে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছে। বিস্ফোরণটি মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পূর্বে ঘটেছে।
রিয়াজান গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, এই ঘটনা কারখানার একটি কর্মশালায় আগুন লাগার ফলে ঘটেছে।
তবে আগুনের প্রকৃত কারণ এখনও অজানা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কিছু রাশিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি বন্দুকের গুলি বা বারুদের সংস্পর্শে আগুন লাগার কারণে ঘটতে পারে।
আগে রিয়াজান অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালিয়েছে, তবে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক এখনও নিশ্চিত করা যায়নি।