ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে ২০২ জনকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কেউ মারা যাননি। তথ্যটি দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৫ হাজার ৯১২ জন রোগী ভর্তি হয়েছেন।
শুধু আগস্ট মাসে ৪ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ২১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১ হাজার ২৩৮ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৪১২ জন এবং বাকি ৮২৬ জন অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের মাসভিত্তিক ভর্তি ও মৃত্যুর সংখ্যা: জানুয়ারি – ১,১৬১ জন (মৃত্যু ১০ জন), ফেব্রুয়ারি – ৩৭৪ (৩ জন), মার্চ – ৩৩৬ জন, এপ্রিল – ৭০১ (৭ জন), মে – ১,৭৭৩ (৩ জন), জুন – ৫,৯৫১ (১৯ জন) এবং জুলাই – ১০,৬৮৪ (৪১ জন)।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে মশার প্রজনন রোধ ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কমানোর জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।