আগস্ট ১৬, ২০২৫, ০২:৩৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা আসন্ন নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন, তারা গণতন্ত্রের পক্ষে নয়।
শনিবার রাজধানীর মটিজিল এলাকায় যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারা বাংলাদেশের মানুষের পাশে নেই। হয়তো কোনো কারণে তারা এমন বক্তব্য দিচ্ছে যা নির্বাচনকে বিলম্বিত, ব্যাহত বা বাতিল করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।”
মাহফিলটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীর দিনে তাঁর সুস্থতা কামনায় আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ, আর যারা এর বিপক্ষে অবস্থান নেবে তাদের দেশের জনগণ মোকাবিলা করবে।
তিনি রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। “আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারি, ঐক্যবদ্ধ থাকি, আলাপ-আলোচনা করি এবং গণতান্ত্রিক অগ্রগতি সহজ করি,” তিনি যোগ করেন।
খালেদা জিয়ার দীর্ঘদিনের গণতন্ত্র সংগ্রামের কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না। জীবনের নানা চড়াই-উতরাই পার হয়ে তিনি আজও দেশের মানুষের জন্য আলোর দিশারি।”
তিনি জাতীয় ঐক্যের গুরুত্বও উল্লেখ করেন এবং বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটি শক্তিশালী শক্তিতে পরিণত করতে হবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।