বনানীর শীশা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে ইন্টারনেট ব্যবসায়ীর হত্যা: র‍্যাব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০২:১৯ পিএম

বনানীর শীশা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে ইন্টারনেট ব্যবসায়ীর হত্যা: র‍্যাব

রাজধানীর বনানী এলাকার একটি শীশা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে শনিবার সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

র‍্যাব জানায়, রাব্বী দীর্ঘদিন ধরে মাকসুদুর রহমান হামজা (২৬) ও মো. মুন্না (২৭)-র সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। তাঁরা সবাই নিয়মিত “থ্রি সিক্সটি” শীশা লাউঞ্জে যাতায়াত করতেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চরমে পৌঁছালে রাব্বীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে র‍্যাব-১ ও র‍্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আটক করা হয় মাকসুদুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা এলাকার আব্দুল আল মামুন মোল্লার ছেলে, মুন্না রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার আব্দুল ওহিদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “ঘটনার দিন রাব্বী ও তাঁর বন্ধু নুরুল ইসলাম খোকন লাউঞ্জে যান। চতুর্থ তলা থেকে দ্বিতীয় তলায় নামার সময় মুন্না ও হামজা রাব্বীর পথরোধ করে। রাব্বী মুন্নাকে চিনে জানতে চান এখানে কেন এসেছে। এরপর বাগ্বিতণ্ডা হয় এবং মুন্না পকেট থেকে ছুরি বের করে রাব্বীকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নজরদারির পর মুন্না ও হামজাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে।

অধিকতর তদন্তে জানা গেছে, লাউঞ্জে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে রাব্বী মুন্নাকে লাউঞ্জ থেকে বেরিয়ে যেতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে হত্যা সংঘটিত হয়।

গ্রেপ্তারকৃতদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনা ঘটেছিল বনানীর ১১ নম্বর সড়কের ১০০ নম্বরে অবস্থিত থ্রি সিক্সটি শীশা লাউঞ্জে, বৃহস্পতিবার ১৪ আগস্ট। পরের দিন রাব্বীর বাবা রবিউল আওয়াল বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Link copied!