আগস্ট ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার, ১৫ আগস্ট বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় এ তোড়া পৌঁছায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “আপনারা জানেন, গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারাদেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে।
“আজকে বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।”
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম ও সরকারপ্রধানের একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম বিকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার কাছে জন্মদিনের ফুলের তোড়া পাঠায় চীনা দূতাবাস।
বিএনপির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট, দিনাজপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে তার জন্মদিন পালন নিয়ে সমালোচনা ছিল। একসময় কেক কেটে জন্মদিন পালন করা হলেও রাজনৈতিক চাপের মধ্যে বেশ কয়েক বছর শুধু মিলাদ-মাহফিলে জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা সারে বিএনপি।
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।