নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ০৫:৫৩ পিএম

নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি রাকিবুল জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় দেখা যায়, চারজন শ্রমিক পানির ট্যাংকে নামার পর আর উপরে উঠতে পারেননি। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতরা নির্মাণশ্রমিক ছিলেন। ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি সরাতে তারা ট্যাংকে প্রবেশ করেছিলেন। ভবনের নিচতলার কাজ শেষ হয়েছে, প্রথম তলার কাজ শুরু হওয়ার কথা ছিল।

ওসি রাকিবুল বলেন, মৃত শ্রমিকদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Link copied!