টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং: দেশসেরা বুয়েট, ঢাবির অবস্থান দশম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৫, ০১:০৭ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং: দেশসেরা বুয়েট, ঢাবির অবস্থান দশম

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তবে প্রথম ৩০০-তে নেই কোনো প্রতিষ্ঠান।

তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দশম।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রতি বছর সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এ বছরও তারা ‘‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫” প্রকাশ করেছে।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২৩ এপ্রিল প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চল থেকে মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা এই ১৩তম সংস্করণের তালিকায় দেখা গেছে, এশিয়া অঞ্চলের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তবে তালিকার ৩০১ থেকে ৩৫০এর মধ্যে স্থান করে নিয়েছে বুয়েট। দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

এছাড়াও তালিকায় ৩৫১ থেকে ৪০০এর মধ্যে আছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এসএসইউ)। দেশের তালিকা অনুসারে তৃতীয় স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এর আগে গত বছর প্রকাশিত তালিকায় বাংলাদেশে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথমে থাকলেও এবার (২০২৫) আছে ১২তম অবস্থানে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে রয়েছে প্রাচ্যের অক্সেফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত কয়েক বছর ধরে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দশম স্থানে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই চারটি মূল সূচকের ভিত্তিতে র‌্যাঙ্কিংটি তৈরি করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মান ও প্রতিযোগিতামূলক অবস্থান মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Link copied!