মে ১, ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশ, উল্লেখ করে তিনি বলেন, ‘করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে জাতীয় সংসদ থেকে।’
বৃহস্পতিবার, ০১ মে নয়াপল্টনে মে দিবসের সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতার লোভ যেনো কাউকে স্বৈরাচারের পথে ঠেলে না নেয়, তাই দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি।
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ এই ম্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ।
বেলা ২ টায় সমাবেশর আনুষ্ঠানিকতা শুরু হলেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক দলের নেতা কর্মীরা।
কর্মসূচির শুরুতে ছিলো জাসাস শিল্পীদের সাংস্কৃতিক নানা পরিবেশনা। এরপর, বেলা ২ টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। শুরুতে বক্তব্য রাখেন বিএনপিসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির দেশ নেতারা।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের অস্তিত্ব নির্ভর করছে দেশের গণতন্ত্রের ওপর, রাজনৈতিক দলগুলো পাশ কাটিয়ে কোন চুক্তি করবেন না, যা দেশের জনগণের বিপক্ষে যায়।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র ফিরে পাইনি। অবিলম্বে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে সরকারের পরিবর্তন হলেও এখনও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারেনি, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই এখন বিএনপির লক্ষ্য।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর অনেক দেশ আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে। দেশের ক্ষতি হবে এমন করিডোর চাই না।’
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি ফ্যাসিবদের পতন হলেও মানুষের অধিকার, গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি।
তারেক রহমান বলেন, ‘শ্রমিকসহ সবাই নিজের অধিকার ফিরে পাবে, এমন সমাজ তৈরিতেই কাজ করছে বিএনপি। মানুষকে ভালো রাখতেই বিএনপির রাজনীতি। বিএনপি দেশ ও মানুষের জন্য রাজনীতি করে বলেই কখনও নেতা-কর্মীদের দেশ ছেড়ে পালাতে হয়নি। ফ্যাসিবদের পতন হলেও মানুষের অধিকার গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি।’
নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুলসহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এ কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিকসহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের।