শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের জন্য কেউ জুলাই বিপ্লবে জীবন দেননি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, “হেফাজত ইসলাম নারীবাদ নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে। আমি ড. ইউনূস সরকারের প্রতি বলতে চাই—আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? আমি স্পষ্ট করে বলছি—জুলাই বিপ্লবে কেউ নারী কমিশন গঠনের জন্য জীবন দেননি।”
তিনি বলেন, “তারা জীবন দিয়েছিলেন এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে এবং ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আপনাদের সরকারে থাকার দায়িত্ব হলো—যেন ফ্যাসিবাদ আর ফিরে না আসে।”
মাহমুদুর রহমান আরও বলেন, “আপনাদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র সেই সংস্কার কার্যকর করা, যার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি অনুরোধ করছি—অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখেছি, আপনারা অনেক কমিশন করেছেন, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না।”
“এসব কমিশনের মাধ্যমে শুধু রাষ্ট্রীয় সম্পদ ও সময় অপচয় হচ্ছে। তাই আমি অনুরোধ করছি—এইসব কমিশন বাতিল করুন। এ দেশের জনগণ এসব কমিশন চায় না।”
হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে—
নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তার প্রতিবেদন বাতিল;
সংবিধানে বহুত্ববাদী প্রস্তাব বাতিল ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা;
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনাসহ সকল গণহত্যার বিচার;
ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে সরকারের কার্যকর ভূমিকা পালন।