এপ্রিল ৮, ২০২২, ০৪:৩০ পিএম
জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআর) রাশিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রীতিমত বিবৃতি দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করে জাতিসংঘ। এদিন ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাইডেন তাঁর বিবৃতিতে বলেন, ‘এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অর্থপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে বোঝা যায়, পুতিনের যুদ্ধ কীভাবে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে।’
বাইডেন জানান, রাশিয়াকে মানবাধিকার পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই অভিযোগটি করা হয়েছিল। রাশিয়া ইউক্রেনে ছক কষে মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানতে পারার পর এ উদ্যোগ নেওয়ার দাবি তোলেন তিনি।
সূত্র: বিবিসি