যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের করা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম রয়েছে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারে রয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) টাইম ম্যাগাজি এ তালিকা প্রকাশ করে। তালিকাটি ছটি বিভাগে প্রকাশ করা হয়েছে- আইকন, শ্রষ্ঠা, সেরা, শিল্পী নেতা আর উদ্ভাবক।
ম্যাগাজিনটিতে গত আগস্টে আফগানিস্তানে তালেবানের বিজয়ে বারাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া তালেবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে অ্যামেনেস্টির প্রস্তাব, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশের বিশেষ করে চীন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথা বলা হয়।
প্রভাবশালীর তালিকায় আরও রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলা হয়েছে, ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে আত্মপ্রকাশ করছেন মমতা। ৬৬ বছরের মমতা বন্দোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছেন। আক্ষরিক অর্থে ভারতে বিজেপি অর্থ, লোকবল এবং অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উনি (মমতা) দুর্গের মতো দাঁড়িয়েছন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন।
আরও বলা হয়, ভারতীয় রাজনীতিতে অন্য নারীদের মতো মমতাকে কখনও কারও স্ত্রী, মা, মেয়ে বা সঙ্গী তকমা দিতে পারেনি বিরোধীরা। উনি অতি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন। নিজের পরিবারকে সাহায্যের জন্য স্টেনোগ্রাফার হিসেবে কাজ করেছেন। এমনকি দুধের বুথের ভেন্ডেরও সামলিয়েছেন।
মমতার বিষয়ে আরও বলা হয়, উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তার মনোভার অনেকটা স্ট্রিট ফাইটারের মতো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে টাইম ম্যাগাজিনে বলা হয়, স্বাধীন ভারতের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদি। তিনি সেই তালিকায় তিন নম্বরে আছেন। ওই সমসাময়িক নেতৃত্ব ছাড়া মোদির মতো ভারতীয় রাজনীতিতে এভাবে আধিপত্য বিস্তার করেনি।
টাইম ম্যাগাজিনের বয়ান অনুযায়ী সেরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনেওয়ালা সম্পর্কে বলা হয়েছে, করোনা মহামারির বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তিনি পারেন টিকা বৈষম্য দূর করতে। বিশ্বের এক অংশে এখনই টিকা সহজলভ্য নয়। সেরাম কর্তার উদ্যোগে সেইসব এলাকায় টিকা পৌঁছে যেতে পারে। কারণ সেরাম বিশ্বের সবথেকে বড় টিকা প্রস্তুতকারক সংস্থা। করোনা টিকাও তৈরি করছে এই সংস্থা।
টাইম ম্যাগাজিনের বার্ষিক তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ,ভাইস প্রেসিডেন্ট কমল্যা হ্যারিস।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিংও রয়েছেন প্রভাবশালী ব্যক্তির তালিকায়। তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ নাম ডোলান্ড ট্রাম্প। ভোট যুদ্ধে হেরে গিয়েও তিনি প্রভাবশালীর তালিকায় রয়েছেন।
টাইম ম্যাগাজিনের তালিকায় আরও দুটি আলোচিত নাম হল সাসেক্সের ডিউক আর ডাচেস প্রিন্স হ্যারি আর মেগান। বিট্রিশ রাজপরিবারের সঙ্গে দম্পতির বিবাদ গোটা বিশ্ব জানে। রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার পরেও তারা প্রভাবশালীর তালিকায় রয়েছেন।
তালিকায় রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রাশিয়ার বিরোধী দলনেতা আলেক্সি নাভালনি। তালিকায় রয়েছেন আমেরিকার রাজনীতিবিদ লিজ চেনি। টিভি উপস্থাপন টুকার কার্লসন আর টেসলার সিউও এলন মাস্ক। এলন মাস্ক তার অভিনব চিন্তাভাবনার মাধ্যমে বদলে দিতে চাইছেন বিশ্বের জনজীবনের ছন্দ।
টাইমের প্রভাবশালী তালিকায় রয়েছেন জাপানি টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। আমেরিকান ফুটবলার টম ব্র্যাডি। পপ তালকা ব্রিটিনি স্পিয়ার্স, গীতিকার ডলি পার্টন। ফ্যাসান ডিজাইনার অরোরা জেমস। অভিনেতা কেট উইন্সলেট।