নির্ভীক বুদ্ধিজীবী নোয়াম চমস্কির ৯৩ তম জন্মদিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ০৮:১১ পিএম

নির্ভীক বুদ্ধিজীবী নোয়াম চমস্কির ৯৩ তম জন্মদিন আজ

প্রখ্যাত মার্কিন ভাষাতাত্ত্বিক ও দার্শনিক অধ্যাপক নোয়াম চমস্কি ৯৩ বছর পূর্ণ করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ নোয়ামের ৯৩তম জন্মদিন!”

ষাটের দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার মধ্য দিয়ে চমস্কির প্রথাবিরোধী কর্মকাণ্ডের শুরু। এরপর থেকে ক্রমাগত ‘মূলধারা’র চিন্তাকে প্রভাবিত ও চ্যালেঞ্জ করেছেন। অসংখ্য বই, প্রবন্ধ ও সাক্ষাৎকারের মধ্য দিয়ে জীবদ্দশাতেই তিনি বিশ্বের সব প্রান্তে প্রথাবিরোধী, কর্তৃত্ববিরোধী, যুদ্ধবিরোধী চিন্তার একটা ঢেউ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে চমস্কি তার প্রজন্মের সবচেয়ে নির্ভীক বুদ্ধিজীবীদের একজন। যে কারণে জীবিত ‘পাবলিক ইন্টেলেকচুয়াল’-এর তালিকায় সর্বাগ্রে তার নাম আসে। চমস্কির বুদ্ধিমত্তা ও রণকৌশল বিস্ময় জাগায়। খোদ যুক্তরাষ্ট্রে বসে সেখানকার কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়ছেন, লিখছেন দশকের পর দশক ধরে।

‘রাষ্ট্র’-এর কর্তৃত্ববাদী স্বার্থের দেখাশোনা ও তার অর্থনৈতিক প্রকল্পগুলোর পেছনে প্রচারমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তর লিখেছেন চমস্কি। এ বিষয়ে তার সাড়া জাগানো বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট দুনিয়াব্যাপী জরুরি পাঠ্য এখন।

কেবল রাজনৈতিক-অর্থনৈতিক বিষয়েই নয়, চমস্কির পাণ্ডিত্যের প্রকাশ ঘটেছে ভাষাতত্ত্বেও। একাডেমিক জীবনের শুরুতে ভাষাতত্ত্ব ছিল তার মনোযোগের কেন্দ্রে এবং তাতে শাস্ত্রটি কুয়াশাচ্ছন্ন অবস্থা থেকে সমাজবিদ্যার পরিসরে প্রভাবশালী পড়ালেখার ক্ষেত্র হয়ে ওঠে। আধুনিক ভাষাতত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে এখন তাকে।

বর্তমান বিশ্বে সাহসী বুদ্ধিজীবীদের মধ্যে সর্বাগ্রে যার নাম আসে, তিনি নোয়াম চমস্কি। জীবনের ৯২ বছর পার করলেও এখনও তারুণ্যদীপ্ত চমস্কি।

Link copied!