বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ৮৫ হাজার কোটি ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২৩, ০৮:১১ পিএম

বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ৮৫ হাজার কোটি ডলার

মহামারীতে বিশ্বজুড়ে আরো প্রকট হয়েছে সম্পদের ব্যবধান। কভিডজনিত বিধিনিষেধে আয়ের পথ বন্ধ হয়ে দরিদ্র হয়েছে স্বল্প আয়ের মানুষ। যদিও ফুলেফেঁপে উঠেছে অতিধনীদের সম্পদের পরিমাণ। অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়িয়ে দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বেড়েছে শীর্ষ ধনীদের সম্পদও। সম্প্রতি ব্লুমবার্গ জানিয়েছে, বছরের প্রথমার্ধে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ৮৫২ বিলিয়ন ডলার বা ৮৫ হাজার ২০০ কোটি ডলার।

ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদে বলা হয়েছে, গত ৬ মাসে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সভুক্ত ধনীদের সম্পদ দিনে ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লাখ ডলার করে বেড়েছে। ২০২০ সালের শেষার্ধের পর চলতি বছরের প্রথম ছয় মাসে ধনীদের সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে।

২০২০ সালের শেষের দিকে অবশ্য কোভিডের প্রথম ধাক্কা কাটিয়ে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়।

২০২১ ধনী হওয়ার জন্যও একটি ভালো বছর ছিল। মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থার বাধা ও কভিডের নতুন ধরন উদ্বেগ তৈরি করলেও পুঁজিবাজারের শেয়ারদরের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ২০২০ সালে মহামারীর ধাক্কার পর বিশ্বজুড়ে সরকারগুলোর দেয়া প্রণোদনা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। পাশাপাশি রেকর্ড নিম্ন সুদহারের মতো সহজ মুদ্রানীতি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে কভিডের বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করে। ফলে গত বছর রেকর্ড পরিমাণ মুনাফার দেখা পায় প্রতিষ্ঠানগুলো।

গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ ৫০০ মার্কিন প্রতিষ্ঠানের এসঅ্যান্ডপি-৫০০ সূচক ২৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি শীর্ষ ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারদরের সূচক ডাও প্রায় ১৯ শতাংশ বেড়েছে। গত বছর ক্রিপ্টোকারেন্সি, পণ্য ও সম্পত্তির মতো অন্যান্য সম্পদের মূল্যও বেড়েছে। এটি শীর্ষ ধনীদের সম্পদের আকারকে আরো বাড়িয়ে তুলেছে।

Link copied!