বিশ্বের বর্তমান জলবায়ু পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে একমুখী পথে (ওয়ানওয়ে) ধাবিত হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমতাবস্থায় গুতেরেস গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ জলবায়ু সম্মেলনের ব্যর্থতা এড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
বর্তমান পরিস্থিতি ২০১৫ সালের প্যারিস কপ-২১ জলবায়ু সম্মেলনে স্থির করা লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা ব্যর্থ করে দিচ্ছে। কপ-২১ চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার আহ্বান জানানো হয়। তবে জাতিসংঘের বর্তমান গবেষণা এই উষ্ণতা ‘বিপর্যয়কর’ এবং তাপমাত্রা অন্তত ২.৭ ডিগ্রি সেলসিয়াস কমানোর দিকে ইঙ্গি দিচ্ছে।
জাতিসংঘের প্রধান বৃহস্পতিবার (২১ অক্টোবর) বলেন, জলবায়ুর বর্তমান সূচকগুলো একমুখী বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।
অ্যান্তোনিও গুতেরেস আশা প্রকাশ করে বলেন, গ্লাসগোতে ব্যর্থতা এড়াতে এখনো যথেষ্ট সময় রয়েছে। তবে, সময় কমে আসছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। এ জন্য আমি অত্যন্ত চিন্তিত’।
৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য গ্লাসগো সম্মেলনকে বৈশ্বিক উষ্ণতা হ্রাসের জন্য বিশ্বব্যাপী কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।