যে কারণে পাকিস্তানে ব্লক করা হলো উইকিপিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:২২ এএম

যে কারণে পাকিস্তানে ব্লক করা হলো উইকিপিডিয়া

জ্ঞানের মুক্ত বিশ্বকোষ হিসেবে পরিচিত ‘উইকিপিডিয়া’ ব্লক করে দিয়েছে পাকিস্তান সরকার। ব্লাসফেম বা ধর্মের সাথে সাংঘর্ষিক লেখা/কন্টেন্ট সরাতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও সেগুলো না সরানোয় পাকিস্তান সরকার ইউকিপিডিয়া ব্লক করে দেয়।  

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এর আগে শনিবার ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়াটিকে ধর্মের সাথে সাংঘর্ষিক লেখা/কন্টেন্ট সরাতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সাইটটি পাকিস্তানে ব্লক করে দেওয়া হয়।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বলেছে, তাদের পক্ষ থেকে যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, সেটা মানতে ব্যর্থ হয়েছে উইকিপিডিয়া।

উইকিপিডিয়া পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এই পদক্ষেপের অর্থ হলো, দেশটির বৃহৎ জনগণ বিশাল এই জ্ঞান ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার বিষয়ে কঠোর আইন রয়েছে।একই ইস্যুতে এর আগে মুসলিম প্রধান দেশটিতে টিন্ডার, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছিল।

Link copied!