চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র (হাব) সাংহাইতে মার্চের শেষের দিকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু লকডাউনের বিধিনিষেধের মধ্যেও থেমে নেই করোনা সংক্রমণ। রবিবার লকডাউনের পর প্রথমবারের মতো সাংহাইতে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই দিনে সেখানে নতুন করে ২২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মৃত তিনজনের বয়স ছিল ৮৯ থেকে ৯১ বছর। তারা করোনার টিকা নেন নি এবং তাদের বেশ কিছু শারীরিক জটিলতা ছিল।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নগর কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া তিন রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাদের বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মারা যান তারা।
গত মার্চে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের করোনায় মৃত্যুর খবর আসে। এর কিছুদিন পরই ‘জিরো কোভিড নীতি’ গ্রহণ করে বিভিন্ন শহরে কড়া লকডাউনের ঘোষণা দেয় চীন প্রশাসন।