শীর্ষ ধনীদের তালিকায় আরও নিচে নেমে গেলেন আদানি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:০৩ পিএম

শীর্ষ ধনীদের তালিকায় আরও নিচে নেমে গেলেন আদানি

ভারতের অন্যতম প্রধান শিল্পগ্রুপ আদানি গ্রুপের মালিক গৌতম আদানি’র দুঃসময়ের যেনো শেষ নেই। একসময় বিশ্বের ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে এবার ২০ জনের মধ্যেও তার নাম নেই।  

ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকা অনুযায়ি, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গৌতম আদানির সম্পদমূল্য ছিল ৪৯ দশমিক ৭ বা ৪ হাজার ৯৭০ কোটি ডলার। ফলে ফোর্বসের ধনীদের তালিকায় তাঁর অবস্থান এখন ২৪।

গত দু’বছরে আক্ষরিক অর্থেই রকেট গতিতে উত্থান ঘটে আদানির। এই সময়সীমার মধ্যে তাঁর সম্পত্তির ৬০০ শতাংশ বেড়ে যায় বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। সংশ্লিষ্টদের ধারণা, ভারতীয় অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে গৌতম আদানিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি।

তবে আদানি গ্রুপের বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির’ অভিযোগ ওঠার পর টালমাটাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এর শীর্ষ নির্বাহী গৌতম আদানি।

এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানিকে নিয়ে নিউইয়র্ক-ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের গবেষণা প্রতিবেদন প্রকাশের পর থেকে গত কয়েক দিনে এই কোম্পানির সম্পদ কমেছে ৭ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি।

চলতি বছরের ২৫ জানুয়ারি ফোর্বসের তালিকায় গৌতম আদানি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। তবে ব্লুমবার্গের তালিকায় তার অবস্থান ছিল চতুর্থ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যানুসারে, ২৫ জানুয়ারি বিকেল ৫টায় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিবেদন প্রকাশের পর ২৪ দিনে আদানির সম্পদমূল্য কমে দাঁড়ায় ১০০ বিলিয়ন ডলারের ওপর।

প্রসঙ্গত, ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। শুধু তাই নয়,  ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।

Link copied!