‘পিলার অব শেম’ ভাস্কর্য সরালো হংকং

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৩, ২০২১, ০৫:৫৯ পিএম

‘পিলার অব শেম’ ভাস্কর্য সরালো হংকং

বেইজিংয়ের তিয়েনয়ান স্কয়ারে হত্যাযজ্ঞ নিয়ে হংকং বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিখ্যাত ভাস্কর্য ‘পিলার অব শেম’ সরিয়ে ফেলা হয়েছে। হংকংয়ের রাজনৈতিক ভিন্ন মতালম্বীদের ওপর চীন যখন ক্রমেই দমন পীড়ন বাড়াচ্ছে তখনই এই ভাস্কর্য সরালো হলো।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, রাতভর কাজ করে নির্মাণশ্রমিকেরা তামার তৈরি ৮ মিটার উচ্চতার (২৬ ফুট) ভাস্কর্যটি উপড়ে ফেলেন। 

১৯৮৯ সালে চীনা কর্তৃপক্ষের গুলিতে নিহত গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের স্মরণে মৃতদেহ স্তুপ করে করে রাখার ভাস্কর্যটি বানানো হয়। চীনের কাছে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু এটি। এই হত্যাযজ্ঞ স্মরণে হংকংয়ে যে কয়েকটি প্রকাশ্য স্মরণিকা রয়েছে তার মধ্যে অন্যতম ছিল এই ‘পিলার অব শেম’ নামের ভাস্কর্যটি।

ভাস্কর্যটি উপড়ে ফেলার সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্লাস্টিকের শিট দিয়ে এলাকাটি ঘিরে রাখেন। সাংবাদিকেরা সেখানে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন এবং ভিডিও ফুটেজ ধারণ করা থেকে সাংবাদিকদের বিরত রাখার চেষ্টা করেন।

হংকং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপড়ে ফেলা ভাস্কর্যটি সংরক্ষণ করে রাখা হবে।

Link copied!