বাসায় ফেরার পথে গুলিতে ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান নিহত

জাতীয় ডেস্ক

জুলাই ৭, ২০২৪, ১১:১৯ এএম

বাসায় ফেরার পথে গুলিতে ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান নিহত

রবিউল ইসলাম রবি

খুলনার ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা।

নিহত রবিউল ইসলাম রবি হলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ২০১৬ ও ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ডুমুরিয়া থানার ওসি জানান, গতকাল শনিবার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেল যোগে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন তিনি। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। সেখানে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যানের লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান রবিকে হত্যার খবর পেয়ে খুলনা মেডিকেলে যান জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল। তিনি জানান, রবি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন। সন্ত্রাসীরাই তাকে গুলি করে হত্যা করেছে। চিকিৎসকরা জানান, তার বুকসহ দেহের বিভিন্ন স্থানে ছয়-সাতটি গুলি লেগেছে।

Link copied!