একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাসুম আজিজ। অভিনেতা মাসুম আজিজের মরদেহ আজ স্কয়ার হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
গোলাম কুদ্দুছ আরও জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) অভিনেতা মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে৷ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন।
গত বৃহস্পতিবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন একুশে পদক পাওয়া অভিনেতা মাসুম আজিজ। এর সপ্তাহখানেক আগে ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।
বার্ধক্যের নানা জটিলতায় বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন মাসুম আজিজ। এ বছরের শুরুর দিকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছে এ অভিনেতার দিনগুলো।
একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মাসুম আজিজ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মাসুম আজিজ। চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন একুশে পদক পাওয়া জনপ্রিয় এই মানুষটি। ১৯৮৫ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেক নির্মাতার নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।
মঞ্চে মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় সর্বশেষ নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। ঢাকা পদাতিক এই নাটকটি নিয়মিত মঞ্চায়ন করছে।