আগস্ট ২, ২০২৫, ০৬:২৩ পিএম
জনপ্রিয় টিভি সিরিজ ’পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইটকে পরবর্তী জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।
সিনেমাটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটি পরিচালনা করবেন ’ডুন’ খ্যাত পরিচালক ডেনিস ভিলনেভ। চলমান প্রজেক্টটি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে, কারণ বহুদিন ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রযোজক বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসন চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করেন।
বিবিসি রেডিও ৫ লাইভ ব্রেকফাস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভেন নাইট বলেন, “এটা সবসময় আমার ইচ্ছার তালিকায় ছিল, তাই যখন আমন্ত্রণ পেলাম, তখন অসাধারণ অনুভূতি হয়েছিল। আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিনের বন্ড ভক্ত। আশা করি সেই অভিজ্ঞতা ও ভালোবাসা চিত্রনাট্যে প্রতিফলিত হবে—পুরনো রূপের ধারাবাহিকতা থাকবে, তবে সেটা হবে আরও শক্তিশালী, সাহসী ও ভিন্নমাত্রিক।”
তবে সিনেমার কাহিনি বা পরবর্তী ০০৭ চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নাইট। ২০২১ সালে ড্যানিয়েল ক্রেইগ অবসর নেওয়ার পর থেকে গুঞ্জন চলছেই। ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসন ও জেমস নর্টন, এবং আইরিশ অভিনেতা পল মেসকালের নাম আলোচনায় রয়েছে। এ বিষয়ে নাইটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা খুব ভালো প্রশ্ন, তবে আমি উত্তর দিতে পারছি না।”
স্টিভেন নাইট মূলত পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের জন্যই সবচেয়ে বেশি পরিচিত। ছয় মৌসুম ধরে চলা এই সিরিজটি পোস্ট-ওয়ার ওয়ান বার্মিংহামের পটভূমিতে নির্মিত এবং এতে অভিনয় করেন সিলিয়ান মারফি। সিরিজটির একটি চলচ্চিত্র সংস্করণও নেটফ্লিক্সে নির্মিত হচ্ছে। এছাড়াও নাইটের লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ’ডার্টি প্রিটি থিংগস (২০০৪)’—যা অস্কার মনোনয়ন পায়, ’দিস টাউন ’(২০২৪)—বিবিসির পুরস্কারজয়ী সিরিজ, এবং ’স্পেন্সার’ (২০২১)—যা প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয়ের জন্য ক্রিস্টেন স্টুয়ার্টকে অস্কার মনোনয়ন এনে দেয়।
২০২১ সালের সর্বশেষ বন্ড সিনেমা ’নো টাইম টু ডাই’ এর চিত্রনাট্য লিখেছিলেন নিল পারভিস, রবার্ট ওয়েড, ক্যারি জোজি ফুকুনাগা ও ফিবি ওয়ালার-ব্রিজ।
নাইট জানান, প্রযোজক অ্যামি পাসকেলের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার সময় তিনি প্রথম জানতে পারেন এই প্রজেক্ট সম্পর্কে। “আমি জানতাম না কী বিষয়ে বৈঠক, কিন্তু দ্রুত বুঝতে পারি এবং তখনই উত্তেজনায় ভরে উঠি,” তিনি বলেন।
“এরপর একটি প্রক্রিয়া চলে—বৈঠক, ধারণা বিনিময়, এবং তারপর জানানো হয় আপনি নির্বাচিত হয়েছেন। আমি কিছুদিন আগেই জেনেছি, তবে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত রাতে।”
তিনি স্বীকার করেন, এ ধরনের একটি আইকনিক ফ্র্যাঞ্চাইজির জন্য কাজ করা অত্যন্ত চাপে ফেলে, তবে বলেন, “আপনাকে শুধু নিজের কাজটাই করতে হবে, এবং সেটা যতটা সম্ভব ভালোভাবে করতে হবে।”
সিনেমাটি প্রযোজনা করছেন অ্যামি পাসকেল ও ডেভিড হেইম্যান। ’ভ্যারাইটি’-এর প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী জেমস বন্ড সিনেমাটি ২০২৮ সালেই মুক্তি পেতে পারে।