ছাত্রীর পরিকল্পনায় খুন জবি ছাত্রদল নেতা জোবায়েদ: পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৩:৫৯ পিএম

ছাত্রীর পরিকল্পনায় খুন জবি ছাত্রদল নেতা জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে হত্যা করা হয়েছে এক নারী শিক্ষার্থীর পরিকল্পনায়—এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ওই নারী শিক্ষার্থী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জোবায়েদ ও আরেক যুবক মাহির রহমানের সঙ্গে। সম্পর্ক জটিল হয়ে পড়ায়, জোবায়েদকে হত্যা করার পরিকল্পনা করেন তিনি।

পুলিশের দাবি, গত ২৩ দিন ধরে পরিকল্পনা চলে এই হত্যাকাণ্ডের। জোবায়েদ ওই ছাত্রীকে প্রায় এক বছর ধরে টিউশন করাতেন এবং ঘটনার দিনও ওই বাড়িতেই যান তিনি। পরে সেখানে উপস্থিত ছিলেন ছাত্রীটি ও মাহির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাহির স্বীকার করেছেন, প্রথমে ভয় দেখানোর পরিকল্পনা থাকলেও ছাত্রীর চাপেই হত্যার সিদ্ধান্ত নেন তিনি। ছুরিকাঘাতে গলায় কোপ দিয়ে হত্যা করা হয় জোবায়েদকে। ঘটনাস্থলেই ছিলেন ছাত্রীটি।

গত রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় জোবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন ছিল।

এ ঘটনায় সোমবার নিহতের ভাই এনায়েত হোসেন বংশাল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইতোমধ্যে মাহির রহমান ও সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছাত্রীটির সঙ্গে মাহিরের আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে জোবায়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এ নিয়ে দ্বন্দ্ব থেকেই হত্যার ঘটনা ঘটে।”

জোবায়েদ হোসেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

Link copied!