খেলাপি ঋণ অবলোপনের আগে বাধ্যতামূলক গ্রাহক অবহিতকরণ—আন্তর্জাতিক ব্যাংকিং নীতির সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ঋণ অবলোপনের আগে ৩০ কার্যদিবসের নোটিশ বাধ্যতামূলক: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১২:৫৭ পিএম

ঋণ অবলোপনের আগে ৩০ কার্যদিবসের নোটিশ বাধ্যতামূলক: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ঋণ অবলোপন নীতিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো খেলাপি ঋণ ব্যালান্স শিট থেকে বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে অন্তত ৩০ কার্যদিবস আগে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘ সময় অনাদায়ী অবস্থায় থাকা অবলোপনকৃত ঋণ ব্যাংকের স্থিতিপত্রে প্রদর্শিত হলে আর্থিক প্রতিবেদন অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যায়। আন্তর্জাতিক ব্যাংকিং প্রথা অনুসারে, দুই বছর ধারাবাহিকভাবে মন্দ বা ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ অবলোপনের সুযোগ রাখা হয়েছে।

তবে অবলোপনের পরও ঋণগ্রহীতা তার ঋণের সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত খেলাপি ঋণগ্রহীতা হিসেবেই বিবেচিত থাকবেন। এই কারণেই ঋণ অবলোপনের আগে গ্রাহককে লিখিতভাবে অবহিত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো চাইলে তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা প্রদান করতে পারবে। তবে যেসব ব্যাংকের এ সংক্রান্ত নীতিমালা নেই, তাদেরকে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা অবিলম্বে কার্যকর করতে হবে।

Link copied!