দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকায় আগুন লাগে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বা মালামাল সংরক্ষণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার দুপুরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এর ফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি, যেটিতে ৩৯৬ জন যাত্রী ছিলেন, ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ৩১ টি ইউনিট কাজ করছে, এবং অতিরিক্ত আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে তিনি জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সকল যাত্রী ও সংশ্লিষ্টদের নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। এর আগেও চারটি ফ্লাইট ঢাকার পরিবর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মোহাম্মদ ইব্রাহিম খলিল।