ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭ রোগী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৬:৫২ পিএম

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭ রোগী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৩৩ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০, ৪০ এবং ৭ বছর।

তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৫৭ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪১৬ জনে।

এ বছর আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের।

১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৭৪ জন; মৃত্যু হয়েছে ৩৫ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগের ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগে ১৬৩ জন এবং সিলেট বিভাগে ছয় জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬২২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Link copied!