জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়া ২৫ দল কারা?

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০২:৩২ এএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়া ২৫ দল কারা?

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস উইং জানায়, অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল বিএনপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাকের পার্টি, গণফোরাম, বাংলাদেশ লেবার পার্টি, এবং আরও বেশ কয়েকটি দল।

তালিকা অনুযায়ী, মোট ২৫টি দল অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায়। এর মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা অনুষ্ঠানে যোগ দেননি।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, জুলাই সনদ প্রণয়নের আগে তারা দুই দফায় আলোচনা করেছে—প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে। আলোচনায় জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করা হয়নি।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত রয়েছে।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম।

Link copied!