ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার, ১২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকার উত্তর সিটি করপোরেশন, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৩০ জন মারা গেছেন এবং আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৯ জনে।
এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫৪৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। যার মধ্যে ১ হাজার ৬৫৭ জন ঢাকার বাইরের।