অক্টোবর ১২, ২০২৫, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত
শাপলা প্রতীক কমিশনে অর্ন্তভূক্ত করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার, ১২ অক্টোবর দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে সিইসি বলেন, ‘শাপলা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নেই। এটি তালিকায় অর্ন্তভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, এই বিষয়ে নির্বাচন কমিশন এখনও নতুন করে কিছু ভাবছে না।
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২৪ এর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির বর্তমান নেতারা গনতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অবাধ তথ্য প্রবাহের কথা জানান সিইসি। তবে জাতীয় নির্বাচন ঘিরে সবার কাছে ‘ন্যাশনাল রেসপনসেবলিটি’ প্রত্যাশার কথা জানান তিনি।
এ সময় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশন নিরাপত্তা, অপতথ্য, এআইয়ের ব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।