শাহজালাল বিমানবন্দরে আগুন : ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৪:০০ পিএম

শাহজালাল বিমানবন্দরে আগুন : ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

আগুন সম্পূর্ণ নেভানোর পর একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘটনার পরপরই সতর্কতামূলকভাবে  সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন ও বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে সেখানে মূলত আমদানি করা বিভিন্ন ধরনের পণ্য মজুদ রাখা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানবন্দরের মূল কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগুন সম্পূর্ণ নেভানোর পর একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা বজায় রাখতে ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Link copied!