কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাসস

অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৪৪ পিএম

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার বিজিবি কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আজ সকালে জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে এবং এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি, খাদ্যসামগ্রী ও আতশবাজি জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা পণ্যসমূহের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৫৪ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। এসব পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

Link copied!