আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১২:২৪ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। এতে চার নির্বাচন কমিশার, ইসি সচিব উপস্থিত আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডির প্রতিনিধি উপস্থিত আছেন।

ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে এই মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হচ্ছে।

 

Link copied!