বিমানবন্দর অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে বড় ধাক্কা, ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৪:২৭ পিএম

বিমানবন্দর অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে বড় ধাক্কা, ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে ৪৫টি ওষুধ কোম্পানির কাঁচামাল পুড়ে গেছে। ছবিঃ রয়টার্স

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পে নেমেছে বিপর্যয়। আগুনে ৪৫টি ওষুধ কোম্পানির কাঁচামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বিএপিআই)। প্রাথমিক হিসেবে এসব কোম্পানির ক্ষতির পরিমাণ ৪ হাজার কোটি টাকারও বেশি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপিআইয়ের মহাসচিব জাকির হোসেন বলেন, ‘দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির গুরুত্বপূর্ণ কাঁচামাল পুড়ে গেছে। এসব কাঁচামালের মধ্যে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিস ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ তৈরির উপাদান ছিল। একটি কাঁচামাল নষ্ট হওয়া মানে একটি পূর্ণাঙ্গ ওষুধের উৎপাদন থেমে যাওয়া—ফলে এর প্রভাব পুরো খাতেই পড়বে।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, এটি দেশের ওষুধ উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলকেও বিপর্যস্ত করবে।’

এর আগে সোমবার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছিল, বিমানবন্দর অগ্নিকাণ্ডে সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা। সংগঠনটি বলেছে, এ ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওষুধ শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এই অগ্নিকাণ্ডের প্রভাব দীর্ঘমেয়াদে দেশের ওষুধ আমদানি ও রপ্তানির ওপরও পড়তে পারে।

Link copied!