তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ফের বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:১১ পিএম

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ফের বুধবার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের পরবর্তী শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার এ তারিখ নির্ধারণ করেন।

শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৭ আগস্ট একাধিক রিভিউ আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ।

১৯৯৬ সালে বিএনপি সরকার বিরোধী দলের আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে। পরে ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল ঘোষণা করে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনসহ কয়েকজনের রিভিউ আবেদনের প্রেক্ষিতে মামলাটি আবারও আপিল শুনানির পর্যায়ে এসেছে।

গত ১৭ ডিসেম্বর হাই কোর্টের এক রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর দুটি ধারা অসাংবিধানিক ঘোষণা করায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় আলোচনায় আসে।

Link copied!