অক্টোবর ২২, ২০২৫, ০৪:৪৮ পিএম
নগরবাউল জেমস ও নামিয়া আমান , ছবি: সংগৃহীত
নগরবাউল খ্যাত রকস্টার জেমস দীর্ঘ এক দশক একা থাকার পর আবারও নতুন জীবনে প্রবেশ করেছেন। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর নামিয়া তার নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন।
নবদম্পতির পুত্রসন্তান ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্মগ্রহণ করেছে। জন্মের সময় হাসপাতলে উপস্থিত ছিলেন জেমস নিজেও। সন্তান জন্মের এক মাস পর পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জেমসের ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে হয়েছে। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, বিয়ে হয়েছিল ১৯৯১ সালে এবং বিচ্ছেদ ঘটে ২০০৩ সালে। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদকে বিয়ে করেছিলেন ২০০০ সালে, এই সম্পর্কের সমাপ্তি ঘটে ২০১৪ সালে। সেই সংসারে রয়েছে এক কন্যাসন্তান।
দীর্ঘ এক দশক পর আবারও নতুন জীবন শুরু করলেন রকস্টার জেমস, এবার বাবা হওয়ার আনন্দ নিয়ে পরিবার এগোচ্ছেন।