৪৫ বছরের পুরোনো মায়ের বিয়ের শাড়িতে জয়ার আবেগঘন ফটোশুট

শোবিজ ডেস্ক

অক্টোবর ২২, ২০২৫, ০৮:১৩ পিএম

৪৫ বছরের পুরোনো মায়ের বিয়ের শাড়িতে জয়ার আবেগঘন ফটোশুট

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার প্রতিটি উপস্থিতিতেই থাকে সৌন্দর্য আর শৈল্পিক ছোঁয়া। শাড়ির প্রতি তাঁর টান বহুবারই ফুটে উঠেছে পর্দায় এবং বাস্তব জীবনে। এবার সেই ভালোবাসা পেয়েছে এক অনন্য আবেগের রূপ—মায়ের বিয়ের শাড়িতে ফিরে গেলেন সময়ের স্রোত পেরিয়ে।

৪৫ বছরের পুরোনো দুটি শাড়ি— একটি বিয়ের, অন্যটি বৌভাতের। সোনার সুতোয় সূক্ষ্ম কাজ করা সেই কাপড় যেন এখনো ধরে রেখেছে এক নববধূর গন্ধ, এক প্রজন্মের স্মৃতি। মায়ের সেই শাড়িগুলো পরেই সম্প্রতি একটি বিশেষ ফটোশুট করেছেন জয়া আহসান। নিজের ফেসবুক পেজে  কয়েকটি ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। স্মৃতিচারণ করেছেন মায়ের স্মৃতি ও শাড়িগুলোর গল্প।

তিনি লিখেছেন, “ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর। এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি—একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনে এনেছিলেন কলকাতা থেকে। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও যেন নতুন বিয়ের গন্ধে ভরপুর।”

শৈশবের স্মৃতি মনে করে জয়া বলেন, “এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরি বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লাল টা! কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলোট পালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান । 

মৌসুমী ভৌমিকের গান উদ্ধৃত করে তিনি আরও লেখেন, “কিছু ফেলতে পারি না” আমার হয়েছে সেই অবস্থা। সব কিছুর উপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে আমার কাছে। আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র। 

শেষে অভিনেত্রী লেখেন, “হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পরার। সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম। আশা করি, সকলের ভালো লাগবে এই ফটোশুট।”

জয়ার এই পোস্টে ইতোমধ্যেই ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন—এ শুধু ফটোশুট নয়, মায়ের ভালোবাসা আর মেয়ের স্মৃতির এক অমূল্য বন্ধন।

Link copied!