আমিরাতে প্রায় তিন কোটি টাকার লটারি জিতলেন এক বাংলাদেশী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৩, ১১:১৭ পিএম

আমিরাতে প্রায় তিন কোটি টাকার লটারি জিতলেন এক বাংলাদেশী

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা প্রায় সময়ই লটারিতে বড় অংকের টাকা জিতে আলোচনায় আসেন। এবারও লটারিতে ভাগ্য খুলেছে এক বাংলাদেশি প্রবাসীর। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাপ্তাহিক মাহরুজ লটারিতে বিজয়ী হয়েছেন তিনি। এতে প্রায় ১০ লাখ দিরহাম জিতেছেন মোহাম্মদ নামের ওই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি ৮৬ লাখ টাকা।

আজ রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ খবর জানা গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিজয়ী বাংলাদেশির নাম মোহাম্মদ। তাঁর লটারি র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬।

মাহরুজ লটারির এটি ছিল ১২১তম পর্ব। এতে এক হাজার ৬৩ জন অংশগ্রহণকারী ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম প্রাইজমানি ঘরে নিয়ে গেছেন। তবে এর মধ্যে সপ্তাহিক লটারিতে একজনই কোটিপতি হন। এই সপ্তাহে ভাগ্য খোলে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদের।

এ ছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত জানুয়ারিতেই প্রবাসী মোহাম্মদ রায়ফুল ও তাঁর বন্ধুরা সাড়ে তিন কোটি দিরহাম (৯৮ কোটি ১৭ লাখ টাকা) মূল্যের লটারি জিতে নেন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বিগ টিকিট নামের লটারির প্রথম র‌্যাফেল ড্রতে তাঁরা জয়ী হন। মোহাম্মদ রায়ফুল আবুধাবির আল আইন এলাকার বাসিন্দা। সেখানকার একটি কোম্পানিতে পিকআপের চালক হিসেবে কাজ করেন তিনি। ৯ বছর ধরে লটারির টিকিট কিনে আসছেন তিনি। রায়ফুল যে টিকিট জিতেছেন, সেটি গত বছরের ১০ ডিসেম্বর অনলাইন থেকে কিনেছিলেন। এর নম্বর ০৪৩৬৭৮। ২০ বন্ধু মিলে ভাগাভাগি করে লটারি কেনার টাকা দিয়েছিলেন। এখন সব বন্ধু মিলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেন। 

এর আগের বছর আবুধাবি এয়ারপোর্টের প্রমোশনাল লটারি ‘দ্য বিগ টিকেট’ র‌্যাফেল ড্র- এর পর শীর্ষ পুরস্কারটি পান আরিফ খান নামের এক বাংলাদেশী। ৩৬ বছর বয়সী আরিফ খান শারজাহতে গাড়ি মেরামতের কারখানা চালান। সেখান থেকে ২০২১ সাল থেকে প্রতিমাসে আবুধাবি এসে এই লটারির টিকেট কিনতেন তিনি।

Link copied!