২৭ বাংলাদেশিসহ ১৫১ অভিবাসী আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৪, ১০:৫৪ পিএম

২৭ বাংলাদেশিসহ ১৫১ অভিবাসী আটক

সংগৃহীত

মালয়েশিয়ার সেরেম্বানে ১৭ অক্টোবর শুরু হওয়া চারদিনের অভিযানে  ২৭ বাংলাদেশিসহ ১৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে  দেশটির অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চার জেলায় একযোগে চালানো অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়। 

আটক অভিবাসীদের মধ্যে ২৭ জন বাংলাদেশি। অন্যরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইয়েমেন, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের নাগরিক। আটক অভিবাসীদের বয়স এক থেকে ৫২ বছরের মধ্যে। 

মঙ্গলবার (২২অক্টোবর)  রাজ্যের জিআইএমএনএস পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, ১৭ অক্টোবর শুরু হওয়া চারদিনের অভিযানে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশপাশের ৫৬টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দেশের ৪১১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে অবৈধ অভিবাসীরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাদের কেউ কেউ মুক্তির আবেদনও করেন। আরো তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Link copied!