জর্জিয়া স্টেট সিনেট প্রশংসা করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৫, ১১:২১ এএম

জর্জিয়া স্টেট সিনেট প্রশংসা করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রস্তাব পাস হয়েছে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর পূর্তির দিন গত ৪ এপ্রিল এ প্রস্তাব পাস হয়।

প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের অব্যাহত সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকানদের নিবিড় সম্পর্ক থাকার কথা তুলে ধরা হয়েছে।

প্রস্তাবে বলা হয়, বাণিজ্য, অর্থনীতি, উন্নয়ন, নিরাপত্তা, সুশাসন ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

সিনেটে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক শেখ রহমান ও নাবিলা ইসলাম ছাড়াও আরও তিনজন এ প্রস্তাব উত্থাপন করেন। অন্যরা হলেন- এড হারবিসন, র‌্যান্ডাল ম্যাঙহাম ও ডঞ্জেলা জেমস।

Link copied!